| সকাল ১১:৩১ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নির্যাতন,মিথ্যা মামলা ও গ্রেফতার করে জিয়ার সৈনিকদের আন্দোলন থেকে সরানো যাবে না–তারাকান্দায় সারোয়ার

শাহ আলম উজ্জ্বল, ২৩ অক্টোবর ২০১৫, শুক্রবার,
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি,যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে কামারগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মরহুম বিল্লাহ হোসেনের স্মরনে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ফুলপুর উপজেলা বিএনপির সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার বলেন বর্তমান সরকারের অত্যাচার ও নিপীড়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দলীয় নেতা কর্মীদের কবর জিয়ারত ও শোক সভা পর্যন- সরকার করতে দিচ্ছে না, দেশ ব্যাপী দলীয় নেতা কর্মীদৈর গ্রেফতার, গুম ও মিথ্যা মামলা এবং পুলিশ দিয়ে হয়রানী করে বেগম খালেদা জিয়ার সৈনিকদের আন্দোলন থেকে সরানো যাবে না ।

দলীয় দ্বিধা দন্ধ ভুলে গিয়ে বৃহত্তর ময়মনসিংহের সিংহ পুরুষ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ট সহচর উত্তর ময়মনসিংহ জেলা বিএনপির আহবায়ক ও নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য জননেতা খুররম খান চৌধুরীর নেতৃত্বে বিএনপিকে শক্তি শালী করার জন্য তিনি দলীয় নেতা কর্মীর প্রতি আহবান জানিয়েছেন।

পুলিশ বাধাঁ উপেক্ষা করে হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কামারগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মরহুম বিল্লাহ হোসেনের স্মরনে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়,শোক সভা সমাবেশে পরিনত হয়, এতে ফুলপুর ও তারাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

শোক সভা ও মিলাদ মাহফিলের পূর্বে ফুলপুর উপজেলা বিএনপির সভাপতি শাহ শহীদ সারোয়ার ও দলীয় নেতা কর্মীরা যুবদল নেতা মরহুম বিল্লাহ হোসেনের কবর জিয়ারত ও তার পরিবারের খোজ খবর নেন। যুবদল নেতা বিল্লাহ হোসেন গত ২৯ সেপ্টেম্বর হৃদ রোগে আক্রান- হয়ে মারা গেছেন।#

সর্বশেষ আপডেটঃ ৮:৩৩ অপরাহ্ণ | অক্টোবর ২৩, ২০১৫