| সকাল ১১:৪৪ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে ক্রিকেট একাডেমির উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ২৩ অক্টোবর ২০১৫, শুক্রবার,
বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমি নামে কিশোরগঞ্জে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট প্রশিণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে সরকারি গুরম্নদয়াল কলেজ মাঠে জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ জালাল আহমেদ চৌধুরী, জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা ও মোহাম্মদ আশরাফুল, সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শানত্ম, মাহমুদুল হাসান রানা ও হারম্ননুর রশিদ লিটন, কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমির প্রধান কোচ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি, একাডেমির চেয়ারম্যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন ও মহাসচিব লুৎফুলস্নাহ হোসাইন পাভেল পায়রা ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে জালাল আহমেদ চৌধুরী তার বক্তৃতায় বলেন, ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের গোড়াপত্তনের ইতিহাসের সঙ্গে কিশোরগঞ্জের নাম জড়িয়ে রয়েছে। সে ঐতিহ্যকে লালন করতে হবে। নিয়মিত ক্রিকেট লীগ আয়োজনের মাধ্যমে এখানকার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের দ্রম্নততম মানব মাহবুবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দ্রম্নততম মানবের কিশোরগঞ্জ থেকে দ্রম্নততম বোলার এবং দ্রম্নততম সেঞ্চুরিয়ানও বেরিয়ে আসবে, এমনটাই আমি আশা করি। অনুষ্ঠানের বক্তারা কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমি থেকে ভবিষ্যতে বিশ্বমানের খেলোয়াড় বেরিয়ে আসবে এমন আশা প্রকাশ করে একাডেমির সাফল্য কামনা করেন। এতে কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিলস্নুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, পিপি শাহ আজিজুল হক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপসি’ত ছিলেন। অনুষ্ঠানের পর কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমি আয়োজিত ১০ থেকে ২৩ বছর বয়সীদের নিয়ে দুই মাস ব্যাপী প্রথম পর্বের প্রশিড়্গণ কর্মশালারও উদ্বোধন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৭:৩০ অপরাহ্ণ | অক্টোবর ২৩, ২০১৫