| দুপুর ১:০৮ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সাকিব রংপুরে, মাশরাফি কুমিল্লায়, মুশফিক সিলেটে, তামিম চট্টগ্রামে, নাসির ঢাকায়, রিয়াদ বরিশালে

অনলাইন ডেস্ক | ২২ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার,

তৃতীয় বিপিএলের জন্য লটারীর মাধ্যমে প্লেয়ার বাছাই করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে এ লটারী অনুষ্ঠিত হয়। আইকন প্লেয়ারদের মধ্যে নাসির হোসেন ঢাকা ডাইনামাইটস, মুশফিকুর রহিম সিলেট সুপার স্টার, তামিম ইকবাল চট্টগ্রাম ভাইকিংস, মাশরাফি বিন মোর্তুজা কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সাকিব আল হাসান রংপুর রাইডার্স এবং মাহমুদুল্লাহ রিয়াদ বরিশাল বুলস্ এর হয়ে খেলবেন।
এছাড়াও অন্যান্য খেলোয়াড়রা যেসব দলে খেলবেন-
ঢাকা ডাইনামাইটস: মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সোহেল খান (পাকিস্তান), শামসুর রহমান, সৈকত আলী, ডেভিড মাল্লান (ইংল্যান্ড), ফরহাদ রেজা, নাবিল সামাদ, শাহজাইব হাসান, আবুল হাসান, ইরফান শাক্কুর।
সিলেট সুপার স্টার: রুবেল হোসেন, মুমিনুল হক, রাজ্জাক, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), নুরুল হাসান, মোহাম্মদ শহীদ, জশুয়া কব (ইংল্যান্ড), জুনায়েদ সিদ্দিকী, সোহেল তানভীর (পাকিস্তান), নাজমুল হাসান মিলন, আবু সায়েম চৌধুরী।
চট্টগ্রাম ভাইকিংস: এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ এবং জিয়াউর রহমান, জীভান মেন্ডিস (শ্রীলঙ্কা), ইলিয়াস সানি, নাঈম ইসলাম, সাঈদ আজমল (পাকিস্তান), এনামুল হক জুনিয়র, ইয়াসির আলী চৌধুরী, রবিন পিটারসন (দক্ষিণ আফ্রিকা), শফিউল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, নাফিস ইকবাল খান।
বরিশাল বুলস্: সাব্বির হোসেন, আল আমিন হোসেন এবং সোহাগ গাজী, সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফিস আহমেদ, মোহাম্মদ সামি (পাকিস্তান), মেহেদি মারুফ, নাদিফ চৌধুরী, ইমাদ ওয়াসিম (পাকিস্তান), রনি তালুকদার, মোহাম্মদ শরিফুল্লাহ, সাজেদুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন কুমার দাস, ইমরুল কায়েস এবং শুবাগত হোম, ড্যারেন স্টিভেন (ইংল্যান্ড), সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বী, নুয়ান কুলাসেকেরা (শ্রীলঙ্কা), আরিফুল হক, মাহমুদুল হাসান, এন্ড্রু রাসেল, নাঈম ইসলাম জুনিয়র, আবু হায়দার রনি, লাহিরু থিরিমানি (শ্রীলঙ্কা), ধীমান ঘোষ।
রংপুর রাইডার্স: সৌম্য সরকার, আরাফাত সানি এবং মো. মিথুন, সাচিত্রা সেনানায়েক (শ্রীলঙ্কা), মুক্তার আলী, সাকলাইন সজিব, মোহাম্মদ নবী (আফগানিস্তান), জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, ওহাব রিয়াজ (পাকিস্তান), মুরাদ খান, রাসেল আল মামুন।

 

সর্বশেষ আপডেটঃ ৮:৪০ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০১৫