| রাত ৯:৫১ - সোমবার - ২রা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৮ই ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে সফর, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহের পাঁচ আলোকচিত্রী শিল্পী থার্ড আই সম্মাননা পেলেন

স্টাফ রিপোর্টার | ২২ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার,

ময়মনসিংহ ফিল্ম এন্ড ফটোগ্রাফী সোসাইটি (এম.এফ.পি.এস) আয়োজিত থার্ড আই অফ ময়মনসিংহ পদক প্রদান করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গনে ময়মনসিংহের ৫ জন প্রবীন আলোকচিত্র শিল্পীকে এই থার্ড আই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ পৌর মেয়র ইকরামুল হক টিটু আলোকচিত্র শিল্পীর হাতে ক্রেষ্ট ও সম্মাননা তোলে দেন। যাদেরকে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে তাঁরা হলেন ঃ তাজিমুল হোসেন পুলক, বিপ্লব কুমার গুহ মানিক, অনিল ঘোষ, অভিজিৎ দাস রবিন ও আদিলুজ্জামান আদিল।
অনুষ্ঠানে সংগঠনের কর্মীদের মধ্যে উপসি’ত ছিলেন,পাপ্পু, মাসুদ রানা, অঙ্গুর, অপু, ইমাদ, দীপ্র, হুমাইরা, প্রীতি, শাখী, জিহাদ, ফয়সাল, অয়ন, তুপু সাহা, ইনা, সিফাত ,আহাদ, জিয়ন, অনিক। এরা সখের বসে ফটোগ্রাফীর কাজ করে। এরা সবাই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নিজ অর্থায়নে ও উদ্যোগে এই কাজটি করে।
চার বছর আগে ময়মনসিংহ শহরের একদল উদ্যোমী তরম্নণ-তরুনী ময়মনসিংহ ফিল্ম এন্ড ফটোগ্রাফী সোসাইটি সংগঠনটির প্রতিষ্ঠা করেন। এই সংগঠনটি ফটোগ্রাফী পেশার উন্নয়নের ও নতুনদের উৎসাহিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।###

সর্বশেষ আপডেটঃ ৮:১৯ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০১৫