নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে সরকার বদ্ধ পরিকর –অ্যাড. সোহরাব উদ্দিন এমপি
–
পাকুন্দিয়া প্রতিনিধি : ২২ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার,,
বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার নির্বিঘ্নে ও শানি-পূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে বদ্ধ পরিকর বলে উল্লেখ করেছেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিন এমপি।
বুধবার রাতে মির্জাপুর বাজারে পূজামন্ডপ পরিদর্শনকালে স’ানীয় হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। এসময় সাংসদ তার বক্তব্যে আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের স্বপ্ন অসামপ্রদায়িক সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি সকলকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে অসামপ্রদায়িক সোনার বাংলা গড়ার আহ্বান জানান।
পরিদর্শনকালে এমপি পূজা আয়োজক কমিটির সদস্যদের নির্বিঘ্নে উৎসব করতে বলেছেন ও আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে এমপির সফরসঙ্গী হিসেবে ইউএনও মোহাম্মদ মোশারফ হোসেন খাঁন, এসিল্যান্ড হাসিনা বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, ওসি হাসান আল মামুন, অধ্যক্ষ মো.জসিম উদ্দিন, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন, সাবেক ভিপি হেলাল উদ্দিন, সাবেক ভিপি শফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো.এখলাছ উদ্দিনসহ নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।