| দুপুর ১২:৫৪ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়কদের চাকরি জাতীয়করণের দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ২২ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার,
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত অফিস সহায়ক কাম প্রহরীদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ জেলায় কর্মরত অফিস সহায়ক কাম প্রহরীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে সরকারের প্রতি তারা এ দাবি জানান। সমাবেশে জেলার ১৩টি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত অফিস সহায়ক কাম প্রহরীরা অংশ নেন। সদরের ব্রাহ্মণকচুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. আল আমিনের সভাপতিত্বে সমাবেশে ভৈরবের ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. রাসেল মিয়া, সদরের বৌলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. সোহেল, করিমগঞ্জের আয়লার মো. দ্বীন ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন-রাত ২৪ ঘন্টা তাদের অমানবিক শ্রম দিতে হয়। এই চাকরির উপর নির্ভরশীল হয়ে তাদের পরিবার-পরিজনকে কায়ক্লেশে দিনাতিপাত করতে হচ্ছে। সরকার আনত্মরিক হয়ে তাদের চাকরি জাতীয়করণের ব্যবস’া করলে তারা দুঃসহ এ অবস’া থেকে পরিত্রাণ পাবেন। সমাবেশ শেষে অফিস সহায়ক কাম প্রহরীদের নানা দাবি-দাওয়া আদায়ের লড়্গ্যে সর্বসম্মতিক্রমে ভৈরবের ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. রাসেল মিয়াকে সভাপতি এবং সদরের ব্রাহ্মণকচুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. আল আমিনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় অফিস সহায়ক কল্যাণ সমিতি গঠন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৮ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০১৫