| সকাল ১১:৩৮ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নারী ও শিশু নির্যাতন – বাল্য বিয়ে মুক্ত দেশ গঠনে সচেতন হতে হবে জেলা- প্রশাসক

তারাকান্দা প্রতিনিধিঃ  ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নারী ও শিশু নির্যাতন ও বাল্য বিয়ে মুক্ত দেশ গঠনের লক্ষ্যে গত বুধবার স্থানীয় মধুমন কমিউনিটি সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন মনি তালুকদার, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালিখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আলম, তারাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, সভায় উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও সুধীবৃন্দ উপসি’ত ছিলেন। জেলা প্রশাসক নারী ও শিশু নির্যাতন ও বাল্য বিয়ে মুক্ত দেশ গঠনে দীর্ঘ বক্তব্যে তিনি সনাতন প্রথা ধর্মীয় ব্যাখ্যা খন্ডন করেন এবং শিক্ষার আলোকে যুক্তি উপস্থাপন করে সকলকে দায়িত্ব গ্রহণের আহব্বান জানান। সভায় তারাকান্দা উপজেলা পরিষদের পক্ষে মোতাহার হোসেন তালুকদার উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে মোঃ হযরত আলী তুষার উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা এবং কামারিয়া গণপাঠাগারের সভাপতি কর্তৃক জেলা প্রশাসককে স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেটঃ ৭:০৩ অপরাহ্ণ | অক্টোবর ২১, ২০১৫