ধোবাউড়ায় পল্লীতে প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি ভাংচুর,লুট,গৃহবধুকে কুপিয়ে জখম।
ধোবাউড়া প্রতিনিধিঃ
ধোবাউড়ায় পল্লীতে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে উপজেলার গোয়াতলা ইউনিয়নের পাতাড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান পাতাড়গাঁও গ্রামের বিল্লাল হোসেন (৫৫) তার ছেলে দুলাল (৩৫) ও মিলন ২৮) সহ আরও কয়েকজন রাম দা,দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে ব্যাক্তিগত আক্রোশে একই গ্রামের রুবেল মিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় ঘরে ভাংচুর করে কিছু নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। একই সময় পাতাড়গাঁও গ্রামের জজ মিয়ার বাড়িতে বিল্লাল হোসেন গংরা হামলা করে। এসময় স’ানীয় মুক্তিযোদ্ধা আঃ মজিদের কন্যা শাফিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধুকে কুপিয়ে জখম করে। আহত অবস’ায় তাকে ধোবাউড়া স্বাস’্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ এমএ হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলার প্রস’তি চলছে। এদিকে এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকাবসীর কাছ থেকে জানা যায় এরা প্রায় সময়ই সাধারণ মানুষকে হয়রানি করে থাকে। তাই উর্দধতন মহলের কাছে তাদের বিচার দাবি জানিয়েছেন এলাকাবাসী।