নান্দাইল বাক প্রতিবন্ধী ধর্ষনের শিকার মামলার বাদীকে মামলা প্রত্যাহারের হুমকী ঃ নিরাপত্তাহীনতায় পরিবারটি

ভ্রাম্যমান প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের কন্যা বাক প্রতিবন্ধী (১৩) কে একই গ্রামের প্রতিবেশী ভাই আব্দুল জলিলের পুত্র মাজহারুল ইসলাম (২২) জোর পূর্বক ধর্ষন করে।
নান্দাইল মডেল থানায় দায়ের করা মামলার সূত্রে জানা গেছে, গত ০৭ অক্টোবর সকাল আনুমানিক ৯ টায় আসামী মাজহারুল ইসলাম তার মামা চান মিয়ার নির্মানাধীন হাফ বিল্ডিং ঘরের পশ্চিম পার্শের রুমে বাক প্রতিবন্ধী মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষন করে। প্রতিবেশীরা টের পেয়ে আগাইয়া আসলে ধর্ষক পালিয়ে যায়।
এ ব্যাপারে ধর্ষিতা বাক প্রতিবন্ধীর পিতা বাদী হয়ে নান্দাইল মডেল থানার মামলা নং ১০(১০)/১৫ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় মামলা রুজু হয়। মামলা রুজুর পর থেকে নিরীহ বাদীকে প্রভাবশালী আসামী ও তার আত্নীয় স্বজনরা মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিল। তারই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর সকাল আনুমানিক ৮ টায় ধর্ষক মাজহারুলের আত্নীয় আনোয়ার, কাজল, গইছ মিয়া, জমসেদ, বাবুল, লাল মিয়া গংরা সর্ব সাং আতকাপাড়া, নান্দাইল, বাদীর বসত বাড়ীতে গিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করে। বাদী তাতে রাজী না হওয়ায় উপরোক্ত ব্যাক্তিগন বাদীকে মারধোর করতে উদ্যত হলে বাদী দৌড়াইয়া গিয়ে আত্নরক্ষা করেন। তখন উপরোক্ত ব্যাক্তিগন বাদীর বাড়ীর সম্মুখে আতশবাজী ফুটিয়ে আনন্দ উল্লাস করে এবং বলে যে, মামলা শেষ করে ফেলেছে। এ ব্যাপারে মঙ্গলবার (২০ অক্টোবর) নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ধর্ষন মামলাটি নান্দাইল মডেল থানার উপ- পরিদর্শক (এস. আই) আবদুল্লাহ আল মামুন তদন্ত করেছেন।#