| দুপুর ২:১১ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ তথ্য অধিকার আইন নিয়ে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার,২০ অক্টোবর ২০১৫, মঙ্গলবারময়মনসিংহ জেলা তথ্য অফিসের উদ্যোগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তথ্য অধিকার আইন -২০০৯ এর প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন-অর-রশিদ সভাপতিত্বে তথ্য অধিকার আইন-২০০৯ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ শামসুল হক। মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, সরকার তথ্য অধিকার আইন করলেও অনেক অফিসের কর্মকর্তারা নানা অজুহাত দেখিয়ে তথ্য দিতে অস্বীকার করে। এব্যাপারে তথ্য প্রদানকারী দায়িতপ্রাপ্ত্ব কর্মকর্তাদের আরো দায়িত্বশীল ভুমিকা পালণ করার জন্য অনুরোধ জানান। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিঊল আলম, দৈনিক লোক লোকান্তর এর নির্বাহী সম্পাদক সাহিদুল আলম খসরু, সাংবাদিক আবদুস সামাদ আজাদী, এছাড়াও কালের কন্ঠের সাংবাদিক নিয়ামুল কবীর সজল, দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি নজীব আশরাফ, সাংবাদিক ফুয়াদ হাসান প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৮:১৭ অপরাহ্ণ | অক্টোবর ২০, ২০১৫