| রাত ৯:১২ - শুক্রবার - ১২ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৯শে চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ২রা শাওয়াল, ১৪৪৫ হিজরি

গফরগাঁওয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী অফিসে ধরে নিয়ে এক উপ-সহকারী প্রকৌশলীকে বেধড়ক মারধর

স্টাফ রিপোর্টার, ২০ অক্টোবর ২০১৫, মঙ্গলবারময়মনসিংহের গফরগাঁয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন সেন্ট্রাল জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলামকে স্থানীয় পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী অফিসে ধরে নিয়ে বেধড়ক পিটিয়ে করে গুরুতর আহত করেছে ঐ অফিসের কর্মচারীরা। গত সোমবার বিকালে সাড়ে ৬ টার দিকে এঘটনা ঘটে। আহত প্রকৌশলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত প্রকৌশলী নজরুল ইসলাম জানান, স্থানীয় পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ারুজ্জামান তার অনুগত কর্মচারী ও সন্ত্রাসী দিয়ে এঘটনা ঘটিয়েছে। তিনি আরো জানান, সেন্ট্রাল জোন পাওয়ার প্রকল্প্লের আওতায় গফরগাঁও উপজেলার বিদ্যুৎ লাইন সংস্কারের কাজ চলছে। এ সংস্কার কাজের আওতায় পুরাতন পোল ও কেবল (তার) অপসারণ করে নতুন পোল ও কেবল (তার) প্রতিস্থাপন করা হচ্ছে। গফরগাঁও পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ারুজ্জামান সেন্টাল জোনের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলামকে পুরাতন উদ্ধারকৃত পোল ও কেবলগুলো নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে তার হাওলায় নিয়ে যাওয়ার জন্য বলে আসছিল। কিন্তু নিয়ম না থাকায় অপরাগতা প্রকাশ করায় তিনি প্রকৌশলী নজরুল ইসলামকে হুমকি দেন। সোমবার দিন পুরাতন পোল ও কেবল নির্বাহী প্রকৌশলীর লোকজন তার হাওলায় নেয়ার জন্য আসে। তা দিতে রাজী না হওয়ায় নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ারুজ্জামান এর কিছু অনুগত কর্মচারী ও সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে তার অফিসের স্টোর রুমে আটকিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। গফরগাঁও পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ারুজ্জামান দুঃখ প্রকাশ করে বলেন, ভুল বুঝাবুঝির কারণে তার অফিসের কিছৃু স্টাফ এহেন কান্ড ঘটিয়েছে। তাকে মারধর করা ঠিক হয়নি।

 

সর্বশেষ আপডেটঃ ৭:৪৮ অপরাহ্ণ | অক্টোবর ২০, ২০১৫