| বিকাল ৫:৫৪ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কটিয়াদীতে স্বেচ্ছা শ্রমে রাস্তা সংস্কার

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ২০ অক্টোবর ২০১৫, মঙ্গলবার,
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউপির ১ নং ওয়ার্ডের চরনোয়াকান্দী গ্রামের একটি রাসত্মা স্বেচ্ছা শ্রমে সংস্কার করেছে ওই গ্রামের কিছু তরুন-যুবকরা। দীর্ঘদিন যাবত রাস্তাটি সংস্কার না হওয়ায় মঙ্গলবার সকালে স্থানীয় আ-ন্নাজাত ইসলামী সমাজ কল্যান ফাঊন্ডেশনের সদস্যদের উদ্যোগে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে অর্ধ কিঃ মিঃ জরাজীর্ন রাসত্মাটির সংস্কার কাজ করা হয়। এলাকাবাসী জানায়, চরনোয়াকান্দী গ্রামের ১ নং ওয়ার্ডের রাস্তাটি দীর্ঘদিন যাবত ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্ঠি হয়। ফলে উপজেলা সদরে যাবার একমাত্র এ রাসত্মা দিয়ে স্কুল-কলেজের শিড়্গার্থীসহ পার্শবর্তী এলাকার লোকজনের চলাচলের প্রতিনিয়ত ভোগানিত্মর শিকার হচ্ছিল। তাই এলাকার যুবকদের নিয়ে গঠিত আ-ন্নাজাত ইসলামী সমাজ কল্যান ফাঊন্ডেশনের সদস্যরা রাস্তাটিতে মাটি ভরাটের মাধ্যমে সংস্কার করে প্রসংসনীয় কাজ করেছে। কটিয়াদী কলেজের শিড়্গার্থী স্বর্ণা অক্তার বলেন, রাসত্মাটি সংস্কার হওয়ায় আমাদের কলেজ যাতায়াতে অনেক সুবিধা হয়েছে। আগে অনেক দুর ঘুরে কলেজে যেতে হত। সংগঠনের সভাপতি মোঃ লিয়াকত আলী বলেন, দীর্ঘদিন ধরে এ রাস্তার সংস্কার না হওয়ায় পথচারিরা অনেক সমস্যায় পরতে হত। আমরা তাই সামাজিক দায়বদ্ধতার কারণে রাসত্মাটি আমরা সবাই নিজ উদ্যোগে সংস্কার করে চলাচলের উপযোগী করে দিলাম।

সর্বশেষ আপডেটঃ ৭:১৪ অপরাহ্ণ | অক্টোবর ২০, ২০১৫