| দুপুর ১:৫৮ - বুধবার - ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ধোবাউড়ায় হামলা লুটের বিচার দাবিতে নেতাদের দোয়ারে ঘুরছে হিন্দু পরিবার

ধোবাউড়া প্রতিনিধি ঃ ১৯ অক্টোবর ২০১৫, সোমবার,

ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের চুরিভিটা গ্রামের এক হিন্দু পরিবারে হামলা ও লুটের ঘটনায় বিচার দাবিতে নেতৃবৃন্দের দোড়ঘোরায় ঘুরছেন দয়াল চন্দ্র দে। স্থানীয় সূত্রে জানা যায় গত ১১ সেপ্টেম্বর চুরিভিটা গ্রামের দয়াল চন্দ্র দে এর বাড়িতে হামলা করে একই গ্রামের হাছেন আলীর ছেলে সুজন(৪০), সুজনের ছেলে আলী আজগর(২০) ও শাহাদৎ (১৮) সহ আর ও ৭-৮ জন। এসময় ঘর থেকে নগদ ৩৫ হাজার টাকা, দুই ভরি দুই আনা স্বর্ণ এবং ৮ ভরি রম্নপা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় দয়াল চন্দ্র দে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের কাছে বিচার দাবি জানায়। এর প্রেক্ষিতে গ্রাম্য সালিশের সিদ্ধান্ত অনুযায়ী সুজন সব মালামাল ফেরত দেওয়ার প্রতিশ্রম্নতি দেয়। এ ব্যাপারে দয়াল বলেন, বর্তমানে সে মালামাল দেয় দিচ্ছি বলে তালবাহানা শুরু করেছে। এ অবস্থায় সে বিচার দাবিতে ঘুরছে নেতৃবৃন্দের দোয়ারে দোয়ারে । হামলা ও লুটের ব্যাপারে দয়াল চন্দ্র দে বলেন, চাঞ্চল্যকর ৩ হিন্দু খুনের ঘটনায় মামলার বাদি আমার ভাতিজা শ্যামল চন্দ্র। তাই মামলার ক্ষোভে আমার ঘর বাড়িতে হামলা চালায় এরা। #

সর্বশেষ আপডেটঃ ৭:২৮ অপরাহ্ণ | অক্টোবর ১৯, ২০১৫