| দুপুর ১২:১১ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়ায় নাওগাও ইউপি চেয়ারম্যানের দূর্নীতির তদন্ত শুরু

ফুলবাড়িয়া ব্যুরো,১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার:  গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ীয়া উপজেলা নাওগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক মোজার বিরুদ্ধে ১২ জন ইউপি সদস্যের অনাস’া ও লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) প্রকল্পের অনিয়ম ও দূর্নীতিসহ ১০অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছেন তদন্ত কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সানিয়াজ্জামান তালুকদার।
তদন্ত কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার নাওগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের স্বাক্ষ্য এবং অভিযোগকারী ১২ জন ইউপি সদস্যসহ ইউপি সচিবের স্বাক্ষ্য গ্রহন করেছেন। তদন্ত কর্মকর্তা সানিয়াজ্জামান জানান, আজ (গতকাল বৃহস্পতিবার) অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তির স্বাক্ষ্য গ্রহণ নেয়া হয়েছে, সরেজমিন প্রকল্প পরিদর্শন ও আরও কিছু প্রমানাদি শেষে তদন্ত প্রতিবেদন দেয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ৮:১০ অপরাহ্ণ | অক্টোবর ১৫, ২০১৫