| দুপুর ১:৩৮ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইল ওয়ার্ল্ডভিশন এডিপি কর্তৃক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা উপকরণ বিতরণ

ভ্রাম্যমান প্রতিনিধি, ১৪ অক্টোবর ২০১৫, বুধবারঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৬ টি কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি, জনগনের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে এবং মা ও শিশু মৃত্যু রোধ করতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে নান্দাইল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্ম এলাকায় অবসি’ত কমিউনিটি ক্লিনিকে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিভিন্ন উপকরণ চেয়ার, স্টেথোস্কোপ, ব্লাড প্রেশার মাপক যন্ত্র, ওজন মাপার যন্ত্র প্রদান করেছে। উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপসি’ত থেকে উপকরণ গুলো গ্রহন করেন নান্দাইল উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা-ডাঃ আবুল কাশেম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদক, জমি দাতা সদস্য, সি.এইচ.সি.পি এবং ওয়ার্ল্ড ভিশন  বাংলাদেশের পক্ষে স্বপন ডেভিড সাহা এবং মোঃ মনিরুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার বক্তব্যে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ নান্দাইল এডিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ ধরনের সহায়ত ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন যেন অত্র এলাকার সাধারণ জনগনের জন্য প্রাথমিক স্বাস’্যসেবা নিশ্চিত করা যায়।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৩ অপরাহ্ণ | অক্টোবর ১৪, ২০১৫