| রাত ৮:৫০ - বুধবার - ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ সদর, গফরগাঁও, ত্রিশাল ও ফুলপুর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান কর্মসূচী পালন

স্টাফ রিপোর্টার,  ১২ অক্টোবর ২০১৫, সোমবার, 

ময়মনসিংহ সদর, গফরগাঁও, ত্রিশাল ও ফুলপুর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান কর্মসূচী পালন করেছে।
গফরগাঁও প্রতিনিধি জানান,  চাকুরী জাতীয় করণ ও ট্রাষ্ট আইন বাতিলের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশনের গফরগাঁও উপজেলা শাখা। gafargaon pic-12-10-15
সোমবার গফরগাঁও প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী অবস’ান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি নূরুল আনোয়ার টুটুল, সাধারন সম্পাদক আতিকুর রহমান, মিলান শাহ, মুনি প্রমুখ।
ত্রিশাল  অবস্থান কর্মসূচি পালন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান,  ময়মনসিংহের ত্রিশালে কমিউনিটি ক্লিনিকে নিয়োগপ্রাপ্ত কমিউনিটি হেলথ্‌ কেয়ার প্রোভাইডারদের উদ্যোগে চাকুরী রাজস্ব করন ও ট্রাস্ট আইন বাতিলের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি ও অবস’ান কর্মসূচী পালন করেন।  সোমাবার ত্রিশাল উপজেলা স্বাস’্য কমপেস্নক্স চত্বরে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কমিউনিটি হেলথ্‌ কেয়ার প্রোভাইডার কমিটির সভাপতি মোসত্মাফিজুর রহমান স্বপনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলপুরে অবস্থান কর্মসূচি পালনfulpur pic
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলা কমিউনিটি হেল্‌থ কেয়ার প্রোপাইটর (সিএইচসিপি) এসোসিয়েশনের উদ্যোগে ট্রাস্ট আইন বাতিল ও চাকুরি রাজস্বকরণের দাবিতে কমিউনিটি হেল্‌থ কেয়ার প্রোপাইটরগণ অবস’ান কর্মসূচি পালন করেছে।  রোববার ফুলপুর উপজেলা স্বাস’ কমপ্লেক্সের সামনে দিনভর এই অবস’ান কর্মসূচী পালন করে।
এসময় বক্তব্য রাখেন সিএইচসিপি এসোসিয়েশনের ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম অহব্বায়ক হুমায়ুন কবীর নানক, ফুলপুর শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অলি সরকার, তারাকান্দা শাখার সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান প্রমুখ।

ময়মনসিংহ সিএইচসিপি এসোসিয়েশনে মানববন্ধন IMG_0201

স্টাফ রিপোর্টারঃ সোমবার ১২ অক্টোবর ময়মনসিংহ উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের চাকুরী রাজস্ব খাতে নেওয়ার দাবীতে মানববন্ধন ও কর্মসূচী অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ অবগত কর্মসূচী বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ গোলাম মোস্তফা কামাল শামীম, সদর উপজেলার সভাপতি মহিন উদ্দিন আহমেদ রাহাত, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপন, সুচি সরকার, মাজাহারুল, তোফায়েল, আনিস, ইয়াসিন ফেরদৌস সহ প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৮:৩২ অপরাহ্ণ | অক্টোবর ১২, ২০১৫