| সকাল ৭:৪৮ - শনিবার - ২৩শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রমজান, ১৪৪৫ হিজরি

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ভয়াবহ সেশনজটে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ১২ অক্টোবর ২০১৫, সোমবার,
ময়মনসিংহের ত্রিশালে অবসি’ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ই.সি.ই) বিভাগের শিক্ষকদের ক্লাস-পরীক্ষা যথাসময়ে গ্রহণ না করা, অবহেলা, পরীক্ষার খাতা মূল্যায়নে দীর্ঘ সময় নেওয়াসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীরা ভয়াবহ সেশনজটের কবলে পড়েছে।
বিভাগীয় প্রধানের অমনোযোগীতার কারণেই এমনটা হচ্ছে বলে অভিযোগ করেছে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ই.সি.ই) বিভাগের একাধিক শিক্ষার্থী। ফলে একই সেশনে ভর্তি হওয়ার পরেও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পড়াশুনা শেষ করলেও শিক্ষার্থীরা যে সেশনজটের কবলে পড়ে আছে চার বছরের কোর্স ছয় বছরেও শেষ হবে না।
দীর্ঘ এ সেশনজটের কারণে বিভাগের শিক্ষার্থীরা যেমন হারাচ্ছে তাদের মূল্যবান সময় তেমনি অভিভাবকদেরকেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ই.সি.ই) বিভাগের সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ্বাস জানান, শিক্ষক সংখ্যা কম এবং নিজস্ব ল্যাব ক্লাস না থাকায় শিক্ষার্থীরা সেশনজটে আছে, তবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে গিয়ে ল্যাব ক্লাস নিতে হয় যদি তাঁদের ল্যাব কস্নাস ফাঁকা থাকে। আশা করছি আগামী ছয় মাসের মধ্যে দুইটি ল্যাব এর প্রস’ত করা হবে, যার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সেশনজট কমিয়ে আনতে পারবো।

সর্বশেষ আপডেটঃ ৬:৫৩ অপরাহ্ণ | অক্টোবর ১২, ২০১৫