| দুপুর ১:২২ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীর সাবেক এম.পি খন্দকার খুররম অসুস্থ

 

শ্রীবরদী প্রতিনিধি ঃ ১০ অক্টোবর ২০১৫, শনিবার,

শেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শেরপুর-৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) সাবেক সংসদ সদস্য ও বর্ষিয়ান রাজনৈতিক খন্দকার মুহম্মদ খুররম গুরুতর অসুস’। দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে শেরপুরের নিজ বাসায় চিকিৎসাধীন থাকাবস্থায় শারীরিক অবস্থা অবনতি ঘটিলে ১ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর বারডেম হাসপাতালে ইব্রাহিম কার্ডিয়াতে ভর্তি হলে রোগ শনাক্ত হওয়ার পর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ জাহাঙ্গীর কবিরের অধীনে এখনও চিকিৎসাধীন আছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার শারীরিক অবস্থা বিবেচনানুযায়ী যে কোন দিন অপেন হার্ট সার্জারী করা হবে। এই সংবাদে তাহার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণের মাঝে দুঃখ-বেদনা পরিলক্ষিত হয়েছে এবং ৯ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা রোগমুক্তির জন্য বিভিন্ন মসজিদে দোয়া পাঠ করা হয়েছে। মূমুর্ষ অবস্থায় প্রতিবেদককে তিনি জানান-তাহার নির্বাচনী এলাকায় অনেক অসমাপ্ত কাজ রয়েছে।  তার পরিবারের পক্ষ হতে দল মত নির্বিশেষে সকলের নিকট রোগমুক্তির নিমিত্তে আন-রিক দোয়া কামনা করেন।

সর্বশেষ আপডেটঃ ৯:২০ অপরাহ্ণ | অক্টোবর ১০, ২০১৫