| বিকাল ৫:২১ - বৃহস্পতিবার - ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

শ্রীবরদী একটি বাড়ি একটি খামার প্রকল্পের ভবন উদ্বোধন

শ্রীবরদী প্রতিনিধি,৭ অক্টোবর ২০১৫, বুধবার:
শেরপুরের শ্রীবরদীতে গতকাল বুধবার দুপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিস সংলগ্নে ১০ লক্ষ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একে এম ফজলুল হক চাঁন ফিতা কেটে এ ভবন উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. সানোয়ার আলী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সামছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন, পৌর মেয়র আব্দুল হাকিম, উপজেলা আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল মিয়া, মুক্তিযোদ্ধা ও আলীগ নেতা আব্দুল্লাহ ছালেহ, সাবেক আ’লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন ছালেম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারি আলম মিয়া, শ্রীবরদী প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলতাফ হোসেন, আ’লীগ নেতা এম.এ মোনায়েম, ছাত্রলীগ নেতা জুয়েল আকন্দ, সাংবাদিক রমেশ সরকার, আব্দুল বাতেন প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ৭:৪১ অপরাহ্ণ | অক্টোবর ০৭, ২০১৫