| দুপুর ২:২০ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গফরগাঁওয়ে রাতের অন্ধকারে সড়কের গাছ কেটে সাবাড়

গফরগাঁও প্রতিনিধি, ৫ অক্টোবর ২০১৫, সোমবার,
ময়মসিংহের গফরগাঁও-কান্দিপাড়া সড়কের পাশের প্রায় ৪লাখ টাকা মূল্যের ২৫টি জীবনত্ম গাছ গত কয়েক দিনে রাতের আঁধারে কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা। সড়কটির মাইজবাড়ি-কান্দিপাড়া মাঝামাঝি সৈয়দপাড়া ও লংগাইর এলাকার অংশ থেকে গাছগুলো কেটে সাবাড় করা হয়েছে।
সরেজমিন ঘুরে ও স’ানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিনে লংগাইর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের গাছের বেপারী রফিক মিয়া গফরগাঁও-কান্দিপাড়া সড়কের সৈয়দপাড়া ও লংগাইর এলাকায় সড়কের পাশের সরকারি বেশ বড় বড় ২৫টি শিশু গাছ রাতের আঁধারে কেটে নেন। এতে সহযোগিতা করেন পার্শ্ববর্তী লংগাইর গ্রামের তফাজ্জল হোসেন।
স’ানীয় ইউপি সদস্য ঈমান আলী বলেন, সড়কের গাছ কেটে নেওয়ার কথা শুনেছি। তবে কে বা কারা কেটে নিয়েছে তা আমার জানা নেই।
উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) তফাজ্জল হোসেন বলেন, কে বা কারা গাছ কেটে নিয়েছে তা খোঁজ নেওয়ার জন্য ওই এলাকায় লোক পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডুর সাথে যোগযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যারা গাছ কেটে নিয়ে গেছেন তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া হিসাবে মামলা দায়ের করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৮ অপরাহ্ণ | অক্টোবর ০৫, ২০১৫