| সন্ধ্যা ৭:৪৮ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

এমপি লিটনের বিরুদ্ধে মামলা, জমা হলো অস্ত্র

অনলাইন ডেস্ক | ৩ অক্টোবর ২০১৫, শনিবার,

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ব্যবহৃত পিস্তল ও শটগান সুন্দরগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এমপি লিটনের সমর্থকরা ওই আগ্নেয়াস্ত্র দুটি জমা দেন। গাইবান্ধা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম আগ্নেয়াস্ত্র জমা দেয়ার বিষয়টি স্বীকার করেছেন।  শুক্রবার সকালে এমপি লিটন নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করেন। এতে গুরুতর আহত হয় চতুর্থ শ্রেণীর ছাত্র শাহাদাত হোসেন সৌরভ। এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  এদিকে এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানার মামলা দায়ের  হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৫২ অপরাহ্ণ | অক্টোবর ০৩, ২০১৫