| রাত ৯:৩৯ - বৃহস্পতিবার - ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

মার্কেট মালিকের সাথে দ্বন্দ্বে লুটপাট ও ভাংচুর হলো সাধারণ ব্যবসায়ীদের দোকান !

গফরগাঁও প্রতিনিধি, ১ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার,
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘাগড়া মীরবাড়ি গ্রামের আইয়ুব আলীর সাথে প্রতিবেশি মীর মোবারক হোসেন রাসেলের একটি স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্ব হয়। এর জের ধরে গতকাল বৃহস্প্রতিবার মোবারক হোসেন মার্কেটের ভাড়াটে তিন ব্যবসায়ীর দোকানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এছাড়াও আরো ৪টি দোকানের সার্টার কুপিয়ে নষ্ট করা ফেলা হয়েছে।
জানা যায়, উপজেলার ঘাগড়া মীরবাড়ি গ্রামের আইয়ুব আলী নিজেকে ৮০ নং ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা দাবী করে বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা নির্বাচিত হন। কিন’ স্কুলের মূল দাতা হলেন মরহুম জয়নাল আবেদিন মীর। এ অবস’ায় মিথ্যার আশ্রয় নিয়ে বিদ্যালয়ের দাতা সদস্য হওয়ায় আইয়ুব আলীর সাথে বিদ্যালয়ের আসল দাতা জয়নাল আবেদিন মীরের নাতি মোবারক হোসেন রাসেলের গত বুধবার বাকবিতন্ডা হয়। এর জের ধরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মোবারক হোসেনের মালিকানাধীন মার্কেটের ভাড়াটে ব্যবসায়ী মুকছুদ বেপারীর কাপড়, ফরিদের খাবারের হোটেল ও মিন্টু ঘোষের ডেকোরেটরের দোকানে আইয়ুব আলী মীর ও তার ভাড়াটে মাসত্মান দিয়ে ভাংচুর করে লুটপাট করে বলে অভিযোগ করেন ড়্গতিগ্রসত্ম ব্যবসায়ীরা।
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস’া নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ৮:৫১ অপরাহ্ণ | অক্টোবর ০১, ২০১৫