মিনায় দুর্ঘটনা ত্রিশালের ৩ হাজী নিখোঁজ স্বামী-স্ত্রীর মরদেহ সনাক্ত
এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশাল অফিস, ২৯ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার,
ময়মনসিংহের ত্রিশালের ৩ জন হাজী নিখোঁজ হওয়ার পর ২জনের মরদেহ সনাক্ত করা হয়েছে। সোমবার নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানাগেছে, ত্রিশাল পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের চরপাড়া এলাকার আব্দুল লতিফ (৬০), তার স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও একই গ্রামের জহির রায়হানের স্ত্রী সেলিনা বেগম মিনায় দুর্ঘটনার পর নিখোঁজ হন। নিখোঁজের কয়েকদিন পরও বিষয়টি সর্ম্পকে কোন কিছু জানা যায়নি। তাদের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার সন্ধ্যার দিকে সৌদীআবর থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয় আব্দুল লতিফ (৬০), তার স্ত্রী জাহানারা বেগম (৫৫) মারা গেছেন। তার মরদেহ সনাক্ত করা হয়েছে।
নিহতের মেয়ে লাভলী আক্তার রাত ৯টার দিকে মোবাইল ফোনে জানান, সৌদী আরব থেকে চাচাতো ভাই শাহজাহান কবীর মরদেহ সনাক্ত করেছেন। মরদেহ সনাক্তের পর মক্কার কবরস্থান জান্নাতুল মাওয়ায় দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।