| সকাল ৬:২৩ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে বনদস্যু মুরাদ বাহিনীর হামলায় আহত-১

 

শ্রীবরদী প্রতিনিধি ঃ২০ সেপ্টেম্বর ২০১৫, রবিবার,

শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান-বর্তী মেঘাদল বকুল তলা গ্রামে বনদস্যু মুরাদ বাহিনীর হামলায় আহত হয়েছে স্থানীয় এক মুক্তিযোদ্ধার সন্তান মোতালেব মিয়া। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে মেঘাদল বকুলতলা গ্রামে। আশংকা জনক অবস্থায় মোতালেবকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীসূত্রে জানা যায়, গত ২ দিন আগে স্থানীয় একাধিক বন মামলার আসামী, বন বিভাগের তালিকাভূক্ত বনদস্যু ও নারী উত্তপ্তকারী মুরাদের সাথে কথা কাটাকাটি হয় মুক্তিযোদ্ধা কমল মিয়ার। এরই সূত্র ধরে শুক্রবার রাতে মুরাদ বাহিনীর লোকজন কমল মিয়ার কাঠের বাগানের প্রায় ১শত নতুন গাছের চারা কেটে ফেলে। পরদিন শনিবার বেলা ১১টার দিকে মেঘাদল বকুলতলা আমিনুলের মুদি দোকান এলাকায় মুরাদের নেতৃত্বে মোস্তফা, ফারুক ও মুরাদের বাবা সলি গংরা গাছ কাটার কুড়াল দিয়ে মোতালেবের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় কুড়ালের আঘাতে মোতালেবের ঘাড়ে লাঘিয়া রগ কেটে যায়। এলাকাবাসী আহত মোতালেবকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদিকে মুরাদ বাহিনীর দেশীয় অস্ত্রের মহড়ায় আতংকে দিন কাটছে অসহায় মুক্তিযোদ্ধা কমল মিয়ার পরিবারের। মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম ও সাবেক কমান্ডার হামিদুর রহমান। এ ঘটনায় মুক্তিযোদ্ধা কমল মিয়া বাদী হয়ে আজ রোববার দুপুরে শ্রীবরদী থানায় একটি এজাহার দাখিল করেছেন। এ প্রসঙ্গে শ্রীবরদী থানার ওসি এস আলমের দৃষ্টি আকর্ষন করা হলে আজ রোববার দুপুরে তিনি অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২০, ২০১৫