| সকাল ৮:৩৭ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

২৫ সেপ্টেম্বর সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে

অনলাইন ডেস্ক | ১৪ সেপ্টেম্বর ২০১৫, সোমবার,

 আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য সচিব সামীম মোহাম্মদ আফজাল।
সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৩৬ হিজরি সনের পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার যিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৬ সেপ্টেম্বর বুধবার থেকে পবিত্র যিলহজ্জ মাস গণণা শুরু হবে।
সভায় ১৪৩৬ হিজরি সনের পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।
এতে দেখা যায় , ২৯ যিলক্বদ ১৪৩৬ হিজরি, ৩০ ভাদ্র ১৪২২ বঙ্গাব্দ, ১৪ সেপ্টেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ডাঃ মোঃ বোরহান উদ্দিন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজউদ্দিন আহমাদ, ঢাকা জেলার এডিসি মোঃ জসিম উদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ শাহ আলম, স্পারসোর সিএসও মোঃ শাহ আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব ক্বারী মোঃ আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতী শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।  (বাসস) :

সর্বশেষ আপডেটঃ ১০:০০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৪, ২০১৫