| দুপুর ২:১৫ - বৃহস্পতিবার - ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৭ই রমজান, ১৪৪৪ হিজরি

মুক্তাগাছা উপজেলার সমাজ সেবা অফিসে চেক বিতরণ

 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ১৩ সেপ্টেম্বর ২০১৫,  রোববার, 

মুক্তাগাছা উপজেলা সমাজ সেবা অফিসে  আজ রবিবার বেলা ১১টায় বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে মুক্তাগাছা ১৩টি স্বেচ্ছাসেবী সংগঠন ও ১টি রোগী কল্যাণ সংস্থাকে মোট ২ লাখ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। ১৩টি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিটি ১০ হাজার টাকা করে এবং রোগী কল্যাণ সংস্থাকে ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরিফ, উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফছারী জহুরা, উপজেলা শিড়্গা অফিসার মুহাম্মদ মোসত্মাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাসেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হারম্নন-অর-রশীদ, মুক্তাগাছা থানার ওসি আবু মোঃ ফজলুল করিম, জাপা নেতা শামসুদ্দিন মাস্টার।

সর্বশেষ আপডেটঃ ৭:১১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০১৫