ফুলবাড়ীয়ায় বিদ্যুৎপৃষ্টে কিশোরের মৃত্যু

ফুলবাড়ীয়া ব্যুরো,১২ সেপ্টেম্বর ২০১৫, শনিবারঃ গতকাল শনিবার বিকেলে পৌর শহরের নদীর পাড় এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুপৃষ্টে শফিকুল ইসলাম (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কিশোর শফিকুল উপজেলার কালাদহ ইউনিয়নের কালাদহ দাসপাড়া গ্রামের মোবারক আলীর পুত্র।
স্থানীয়র জানায়, প্রায় এক বছর আগে পৌর সদরের নদীড়পাড় এলাকার কবির হোসেনের চায়ের দোকানে কাজ করতে আসে শফিকুল। গতকাল চায়ের দোকানের উপরে উঠে গাছের ডাল কাঠার সময় বিদ্যুতের তাড়ে জড়িয়ে তার মৃত্যু হয়।