| রাত ৪:৫৪ - রবিবার - ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ১০ই রমজান, ১৪৪৪ হিজরি

শ্রীবরদীতে অবৈধ করাত কল বন্ধে মোবাইল কোর্ট

শ্রীবরদী প্রতিনিধি ঃ ১২ সেপ্টেম্বর ২০১৫, শনিবার,

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকাতে বন নীতিমালা অমান্য করে লাইসেন্স বিহীন ও সরকারি নিয়মবর্হিভূতভাবে করাত কল স্থাপন করায় ৬ করাত কল বন্ধ করে দিয়েছে মোবাইল কোর্ট। গত বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদীর ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবা শারমিনের মোবাইল কোর্ট উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পিরোজপুর গ্রামে ৩টি, খঞ্চেপাড়া বাজারে ১টি ও চৌরাস-া বাজারে ২টি অবৈধ করাত কল বন্ধ করে দেয়। বনবিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ৬টি করাত কলের কোন লাইসেন্স নেই এবং বন নীতিমালা অনুযায়ী সীমান-বর্তী এলাকায় করাত কল স্থাপন নিষিদ্ধ থাকায় করাতকল গুলো বন্ধ করে দেওয়া হয়। এসময় শ্রীবরদী থানার এস.আই মনিরুল ইসলাম, ডুমুর তলা বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, শ্রীবরদী সামাজিক বনায়ন নার্সারীর কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ বন বিভাগের কর্মকর্তা/কর্মচারীরা উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৭:০৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১২, ২০১৫