হোসেনপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ও কৃতিত্ব

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : ১২ সেপ্টেম্বর ২০১৫, শনিবার,
হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি উপজেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ২০১৪ সালে বিদ্যালয়টি শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কৃতিত্ব অর্জন করেছে। ২০১৫ সালে এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার প্রথম স্থান অধিকার করে। শিক্ষার পাশাপাশি সহপাঠ্য ক্রমিক কার্যক্রমে ও বিদ্যালয়ের শিড়্গার্থীরা অগ্রনী ভমিকা রাখছে। এবার উপজেলা ভিত্তিক গ্রীম্মকালীন ফুটবল খেলা, কাবাডি খেলায় প্রথম স্থান ও মৌসুমী প্রতিযোগিতায় জ্ঞান জিজ্ঞাসা, লোকনৃত্যে প্রথম স্থান ,ডিজিটাল ও ইন্টারনেট মেলায় প্রথম স্থান ও ব্র্যাক কর্তৃক আয়োজিত বির্তক প্রতিযোগিতায় শিড়্গক ও শিড়্গার্থীরা অংশ গ্রহন করে প্রথম স্থান অর্জন করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম জিন্নাত আক্তার রানুৃ জানান, এ সাফাল্যে আমি খুবই আনন্দিত এবং এ ধারা অব্যাহত রাখার জন্যে তিনি সর্বাত্বক চেষ্ঠা চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।