| সন্ধ্যা ৬:৪৪ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ বিপুল পরিমাণ জাল ষ্ট্যাম্প, কোর্ট ফিসহ ৩ জন গ্রেফতার করেছে

 

স্টাফ রিপোর্টার, ১১ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার,  
ময়মনসিংহ র‌্যাব-১৪, সিপিএসসি, কেওয়াটখালী, ক্যাম্পের এএসপি মোঃ যুবরাজ হোসেন, এএসপি মোঃ সাজ্জাদ হোসেন এবং এএসপি আব্দুল কাদের এর নেতৃত্বে ১৬নং জে.সি গুহ রোড এক বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ষ্ট্যাম্প, কোর্ট ফিসহ ৩জনকে গ্রেফতার করেছে।
গত ১০ আগষ্ট রাত সোয়া ১০ টায় ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন ২নং ষ্টেশন গেইট ১৬নং জে.সি গুহ রোড, সাদমান এন্ট্রারপ্রাইজ দোকানের পূর্ব পাশে নির্মানাধীন মার্কেটের নিচ তলার সিড়িঁর পাশে এবং ১নং আসামী মোঃ উজির উদ্দিন মিয়া (৩৮) এর শয়ন কক্ষে রড়্গিত ষ্টিলের আলমারীর ডান পাশের উপরের ড্রয়ার থেকে ২,৭৯৭টি ১০০ টাকা মূল্যের বিশেষ আঠালো জাল সরকারী ষ্ট্যাম্প, ৫২০টি ৫০ টাকা মূল্যের বিশেষ আঠালো জাল সরকারী ষ্ট্যাম্প, ১৬০টি ৫০ টাকা মূল্যের মেয়াদ উর্ত্তীর্ণ বিশেষ আঠালো জাল সরকারী ষ্ট্যাম্প ৪, ১৬২টি ১০ টাকা মূল্যের জাল রাজস্ব ষ্ট্যামপ, ৪১২টি ১০ টাকা মূল্যের আসল রাজস্ব ষ্ট্যাম্প, ১৪৪টি ৫০ টাকা মূল্যের বিশেষ আঠালো আসল সরকারী ষ্ট্যাম্প, জাল ষ্ট্যামপ বিক্রির ৮,৭০১/- (আট হাজার সাতশত এক) টাকা, ৭৬০টি ১০০ টাকা মূল্যের, ৩৭৭টি ৫০ টাকা মূল্যের, ৫২৬টি ৪০ টাকা মূল্যের,৭৪টি ৩০ টাকা মূল্যের, ৩৭টি ২৫ টাকা মূল্যের, ২,৫২৬টি ১০ টাকা মূল্যের, ২১,০০০টি ৫ টাকা মূল্যের, ৭টি ৩ টাকা মূল্যের এবং ২৬৬টি ২ টাকা মূল্যের বড় স্ট্যাম্প ৯। ৩,৮৬৫টি ২ টাকা মূল্যের বাংলাদেশ অনুলিপি স্ট্যাম্প, ১,৮৭৮টি ৪.৫৭ টাকা মূল্যের কাটিজ, ৭৮৮টি ২০ টাকা মূল্যের, ২১,৭৩২টি ১০ টাকা মূল্যের, ৭,০৩৫টি ৪ টাকা মূল্যের, ৬,৭৭৭টি ৩ টাকা মূল্যের, ২,৩৪০টি ২ টাকা মূল্যের বাংলাদেশ কোর্ট ফি এবং দুইটি সীমসহ দুইটি মোবাইল সেটসহ কোতোয়ালী মডেল থানার বাদেকলপা, মোঃ খলিল মিয়ার পুত্র বর্তমানে সাং-হরিকিশোর রায় রোড, বাসা নং ২/ঙ/১ বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া মোঃ উজির উদ্দিন মিয়া (৩৮), মাইজবাড়ী গ্রামের নাছির উদ্দিন, পুত্র মোঃ ফারম্নক মিয়া (৩৬), খাগডহর গ্রামের নুরল হকএর পুত্র মোঃ জাকির হোসেন @ সুমন (৩৪ কে গ্রেফতার করে। উদ্ধারকৃত জাল সরকারী স্ট্যাম্পসহ অন্যান্য মালামালসহ ধৃত আসামীদের ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা মূলে হসত্মানত্মর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৫৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১১, ২০১৫