| বিকাল ৪:০৮ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

মহা বাকশালের হাত থেকে গণমানুষকে মুক্ত করতে হবে—বিএনপি নেতৃবৃন্দ

লোক লোকান্তর ডেস্ক, ১১ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, 

স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮ম কারা মুক্তি দিবসে বিএনপি ময়মনসিংহ শহর শাখা আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি অধ্যাপক এ.কে.এম শফিকুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সভাপতি- এ.কে.এম. মোশাররফ হোসেন এফসিএ, প্রধান বক্তা ছিলেন- আবু ওয়াহাব আকন্দ, বিশেষ অতিথি ছিলেন- কাজী রানা, রতন আকন্দ, লিটন আকন্দ প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র অবরম্নদ্ধ, গণমানুষ নির্যাতিত, গণমানুষের মুক্তি চাই, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে বিএনপিকে ধ্বংস করা যাবেনা। গণমানুষের মুক্তির আন্দোলন চলছে চলবে। দলকে শক্তিশালী করে দেশনেত্রী ও দেশনায়কের নির্দেশে এ অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে হবে।

আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা- মাহবুবুল হক বাবুল, খোরশেদ আলম ভেন্ডার, আল মনসুর ফারম্নক, সিদিক্কুর রহমান, ওয়াহিদুজ্জামান শাকিল, মোঃ বাস’ব, রফিকুল আলম শামীম, জামান আহম্মদ, তাহমিনা বানু, শহীদুল ইসলাম দুলাল, রাসেল চৌধুরী, শামছুল ইসলাম রাসেল, জি.এস. মাহাবুব, জাহিদুল ইসলাম মনু, সাইফুল ইসলাম বাদল, ক্বারী শফিকুল ইসলাম, হাফেজ ফয়জুলস্ন্যাহ প্রমূখ।

আলোচনা সভায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা শহর, থানা, ইউনিয়ন, ওয়ার্ডের সভাপতি, সাঃ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মী সমর্থক উপসি’ত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ক্বারী শফিকুল ইসলাম। সঞ্চালক ছিলেন- অধ্যাপক শেখ আমজাদ আলী ও মাহাবুব আলম মাহাবুব।  আবু ওয়াহাব আকন্দ, প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি ।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১১, ২০১৫