| সকাল ১০:০৩ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে সবজি বাজারে আগুন বিপাকে সাধারণ মানুষ

 

শেরপুর প্রতিনিধি: ১১ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার,

চাহিদার তুলনায় অপ্রতুল সরবরাহ ও সাম্প্রতিক বন্যায় শাক-সবজির ব্যাপক ড়্গতি হওয়ায় শেরপুরের হাটবাজারে পেঁয়াজ, কাঁচামরিচসহ বিভিন্ন সবজি ও ডালের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে শেরপুরের বাজারে কাঁচামরিচ সর্বোচ্চ দুই শ ৪০টাকা ও পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের সাধারণ মানুষ। আজ ১১ সেপ্টেম্বর শুক্রবার সকালে সরেজমিনে শেরপুর জেলা শহরের নয়আনী বাজার ও নবীনগর বাজার ঘুরে দেখা গেছে, সবজি বাজারে যেন আগুন লেগেছে। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ দুই শ ৪০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, রসুন এক’শ টাকা, আদা ১২০ টাকা, বেগুন ওকরলা ৭০ টাকা, শসা ৬০ টাকা, পটল, ঝিংগা ও কাকরোল ৫০ টাকা দরে এবং এক হালি (৪টি)ডাটা ২০ টাকা করে বিক্রি হচ্ছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম ২০ থেকে২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে কাঁচা মরিচের মূল্য রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ দুই শ ৪০ টাকাকেজি দরে বিক্রি হচ্ছে। সাম্প্রতিক বন্যায় সবজি আবাদের ব্যাপক ড়্গতি হওয়ায় বাজারে সবজির সরবরাহ অনেক কমে গেছে। ফলে সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা জানান। অপরদিকে বাজারে সব ধরণের ডালের মূল্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি কেজি মুশুরের ডাল ১৩০ টাকা, বুটের ডাল ৭৫ টাকা, মাষের ডাল ১২০ টাকা, খেসারি ডাল ৫০ টাকা ও অ্যাংকরডাল ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে মাষের ডালের দাম। রমজান মাসেও মাষের ডালের দাম ছিল প্রতি কেজি ৯০ টাকা। এদিকে সবজিসহ ডালের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় স্বল্প আয়জীবী সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। আজ শুক্রবার সকালে শহরের নবীনগর বাজারে বাজার করতে আসা নাগপাড়া এলাকার দিনমজুর আহাম্মদ আলী বলেন, ‘সারা দিন খাইট্যা দুই থাইক্যা আড়াই’শ টাকা কামাই করি। মরিচ, পিঁয়াজ আর মুশুরের ডাইল দিয়াই ভাত খাই। কিন’ এই গুলির দাম অহন অনেক বেশি। তাইলে আমরা খামু কী, আর বাঁচমুই বা ক্যামনে?’ নয়আনী বাজারে বাজার করতে আসা দুর্গানারায়ণপুর এলাকার বাসিন্দা চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী মোজাম্মেল হক বলেন, ‘সবজি ও ডালের দাম বেড়ে যাওয়ায় আমাদেরমত স্বল্প আয়জীবীদের কষ্টে দিন যাপন করতে হচ্ছে। তার ওপর গত ১ সেপ্টেম্বর থেকে গ্যাস ওবিদ্যুতের মূল্য বৃদ্ধি করায় তা মরার ওপর খাড়ার ঘা’র মত হয়ে দাঁড়িয়েছে।’ তিনি গ্যাস ওবিদ্যুতের মূল্য অপরিবর্তিত রাখার জন্য সরকারের প্রতি আবেদন জানান। নয়আনী বাজারের কাঁচামালের ব্যবসায়ী মো. মাসুদ বলেন, মোকাম থেকে পেঁয়াজ-রসুনসহ সব সবজিই উচ্চমূল্যে কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।এ ব্যাপারে জানতে চাইলে কৃষি বিপণন অধিদপ্তর, শেরপুরের বাজার অনুসন্ধানকাররী কর্মকর্তা কামাল আহমেদ বলেন, সাম্প্রতিককালে অতিবর্ষণ ও বন্যার কারণে শাক-সবজির আবাদের ব্যাপক ড়্গতি হওয়ায় চাহিদার তুলনায় বাজারে এর সরবরাহ কমে গেছে। ফলে সবজির দাম বেড়েছে। এছাড়া প্রতিবেশী রাষ্ট্রে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে সারা দেশেই উচ্চমূল্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে আশা করা যায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করা শুরম্ন হলে এরদাম কমে যাবে।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১১, ২০১৫