| সকাল ৮:০৬ - রবিবার - ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ১০ই রমজান, ১৪৪৪ হিজরি

ময়মনসিংহে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন

লোক লোকান্তর ডেস্ক, ১০ সেপ্টেম্বর,  ২০১৫, বৃহস্পতিবার,

অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুণর্বহাল এবং শিা ক্যাডারের পঞ্চম গ্রেডকে চতুর্থ গ্রেড, চতুর্থ গ্রেডকে তৃতীয় গ্রেডে উন্নীত করার দাবিতে ময়মনসিংহে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

বৃহস্পতিবার সকালে আনন্দ মোহন কলেজ ক্যাম্পাসের সামনে কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়ক প্রফেসর আব্দুল মোতালেব, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক প্রফেসর ইদ্রিস আলী।

বক্তারা অবিলম্বে দাবিসমূহ মেনে নেওয়ার আহবান জানিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসুচী অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ৬:০৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০১৫