| সকাল ১০:০১ - শুক্রবার - ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৮ই রমজান, ১৪৪৪ হিজরি

বক্তব্য প্রত্যাহার করলেন মুহিত, দুঃখ প্রকাশ

অনলাইন  ডেস্ক,   ১০ সেপ্টেম্বর,  ২০১৫, বৃহস্পতিবার,

বিশ্ববিদ্যালয় শিক্ষক ও তাদের আন্দোলন নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিকালে সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমার দেয়া একটি বক্তব্য শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিষ্পত্তি হওয়া প্রয়োজন। মুহিত বলেন, মন্ত্রিসভায় বেতন স্কেল অনুমোদন হওয়ার দিনে সাংবাদিকরা শিক্ষকদের প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে আমি যে বক্তব্য দেই তাতে আমি যা বলতে চেয়েছিলাম তা সঠিকভাবে বলতে পারিনি বা বুঝাতে পারিনি। আমি যে বক্তব্য দিয়েছি তাতে শিক্ষকদের মানহানি হয়েছে। এজন্য আমি দুঃখিত। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।
সোমবার মন্ত্রিসভায় বেতন কাঠামো অনুমোদন হওয়ার দিনে অর্থমন্ত্রী বলেছিলেন, বেতন স্কেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছেন তা জ্ঞানের অভাবে। তার এ বক্তব্য প্রকাশের পর শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশন মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন গতকাল। এই সময়ের মধ্যেই অর্থমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করে নিলেন।

সর্বশেষ আপডেটঃ ৬:০১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০১৫