কিশোরগঞ্জে মলম পার্টির সদস্যের তিন মাসের জেল

কিশোরগঞ্জ প্রতিনিধি, ১০ সেপ্টেম্বর, ২০১৫, বৃহস্পতিবার,
কিশোরগঞ্জে বাহার উদ্দিন (৩৬) নামে মলম পার্টির এক সদস্যকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ স্টেশনে আত্মঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন থেকে উপকরণসহ তাকে আটক করে জিআরপি পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ তাকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডিত বাহার উদ্দিন কটিয়াদী উপজেলার করগাঁও গ্রামের বাসিন্দা।