| রাত ৯:২৩ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

দুই’শ টাকায় এক কেজি

আমিনুল ইসলাম বাবুল :১০ সেপ্টেম্বর,  ২০১৫, বৃহস্পতিবার,
কিশোরগঞ্জের তাড়াইলের বিভিন্ন হাট-বাজারে প্রতি কেজি কাঁচামরিচ দুই’শ টাকা দামে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহ আগে এক কেজি কাঁচামরিচ ৮০-১০০ টাকায় বিক্রি হয়েছে। দেশে বন্যার পাশাপাশি অতি বৃষ্টির কারণে মরিচের গাছ নষ্ট হয়ে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে এমন মনত্মব্য কাঁচামরিচ ব্যবসায়িদের।
গতকাল বৃহস্পতিবার তাড়াইল বাজারের ব্যবসায়ি সাইফুল ইসলাম জুয়েল জানান, ‘একশ গ্রাম কাঁচামরিচ ২০ টাকায় কিনেছি। এক সপ্তাহ আগে একই পরিমানের মরিচ ৮-১০ টাকায় কেনা যেত’।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ি জানান, অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচামরিচ গাছ নষ্ট হয়ে গেছে। পাইকারি বাজারে মরিচের দাম বেড়ে যাওয়ায় খুচড়া বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৫:৩৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০১৫