| বিকাল ৩:৩০ - বুধবার - ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৬ই রমজান, ১৪৪৪ হিজরি

পাকুন্দিয়ায় পিতাকে হত্যা চেষ্টা, ছেলে আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি, ১০ সেপ্টেম্বর,  ২০১৫, বৃহস্পতিবার, 
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃদ্ধ পিতাকে শ্বাসরোধে হত্যা চেষ্টার মামলায় ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ষাটকাহন গ্রামের বাড়ি থেকে অভিযুক্ত আছির উদ্দিন (২৩) কে আটক করা হয়।  আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আছির উদ্দিন ষাটকাহন গ্রামের ঠেলাগাড়ি চালক গিয়াস উদ্দিন ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃদ্ধ বয়সেও গিয়াস উদ্দিন ঠেলাগাড়ি চালিয়ে সংসার পরিচালনা করেন। তার ছেলে আছির উদ্দিন মদ, গাঁজাসহ বিভিন্ন নেশা সেবন ছাড়াও এলাকায় জুয়াড়ি হিসেবে পরিচিত। নেশা ও জুয়ার টাকার জন্য আছির উদ্দিন প্রায়ই তার পিতাকে নানাভাবে নাজেহাল করতো। গত বুধবার নেশার জন্য টাকা চাইলে গিয়াস উদ্দিন টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ছেলে আছির উদ্দিন ক্ষিপ্ত হয়ে তার পিতার দাঁড়ি ছিড়ে ফেলে ও গলায় দু’হাত দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে দা দিয়ে আছির তার পিতাকে তেড়ে আসলে বৃদ্ধ পিতা দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে আছির উদ্দিন ঘরের আসবাব পত্র কুড়াল দিয়ে কুপিয়ে তছনছ করে ক্ষতিসাধন করে। এ ঘটনায় পিতা গিয়াস উদ্দিন বাদি হয়ে ছেলে আছির উদ্দিনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা (নং-০৯/২৫২) করেন। মামলার প্রেড়্গিতে রাতেই অভিযুক্ত আছির উদ্দিনকে আটক করে পুলিশ।

সর্বশেষ আপডেটঃ ৫:৩৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০১৫