| বিকাল ৪:৪১ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তাড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

 

আমিনুল ইসলাম বাবুল: ০৮সেপ্টেম্বর, ২০১৫ মঙ্গলবার,
‘সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূলকথা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যক্তি, গোষ্ঠি ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় আজ মঙ্গলবার এ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ভূঞা কাঞ্চন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসেরম্নদ্দোজা, তাড়াইল-সাচাইল ইউপি চেয়ারম্যান মো. কামরম্নজ্জামান কামরম্নজ, তাড়াইল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন খান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম শেখ, সাধারণ সম্পাদক মো. মাজাহারম্নল ইসলাম উজ্জল, সাবেক সভাপতি মো. সুলতান উদ্দিন ভুইয়া প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৭:৫৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৮, ২০১৫