| সকাল ৬:৫১ - বুধবার - ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দীদের কারা লাইব্রেরী ও রিডিং রুম উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫ মঙ্গলবার,
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী কারাভ্যনত্মরে বন্দীদের জন্য কারা লাইব্রেরী সংস্কার এবং বন্দিদের পড়ার জন্য সুদর্শনীয় রিডিং রম্নম গতকাল মঙ্গলবার উদ্বোধন করেছেন। এছাড়াও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বদলী হওয়ায় গতকাল ৮ সেপ্টেম্বর দুপুরে ইকবাল কবির চৌধুরীর বিদায় অনুষ্ঠান হয়। ময়মনসিংহ কারাক্লাবে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে জেলার মোহাম্মদ হাবীবুর রহমানসহ কারাগারের সর্বসত্মরের কর্মকর্তা ও কর্মচারী উপসি’ত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ইকবাল কবির চৌধুরীর একজন সুদক্ষ ও চৌকষ অফিসার ছিলেন। কারাভ্যনত্মরে বন্দীদের জন্য কারা লাইব্রেরী সংস্কার এবং বন্দিদের পড়ার জন্য সুদর্শনীয় রিডিং রম্নম স্থাপন করেছেন। এতে বন্দিরাও তার বিদায়ে ব্যাপক মর্মাহত। বন্দিদের ন্যায্য অধিকার বাসত্মবায়নে কাজ করেছেন। বন্দিদের থাকা, খাওয়া ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য ব্যাপক কাজ করেছেন। কারারড়্গীদের জন্য নির্মাণ করেছেন কারা স্যালুন, ক্যান্টিন। সুদৃশমান মসজিদের দোতলার কাজের ছাদ ঢালাইসহ অনেক উন্নয়ন মূলক কর্ম রেখে গেছেন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে। সকল স্টাফের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে একই পরিবারের মত তার অধসত্মন সকলকে নিয়ে সহাবস্থান করেছেন যা কারা ষ্টাফের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তার মঙ্গল কামনায় কারারড়্গী ও বন্দিরা আলস্নাহর দরবারে মোনাজাত করেছেন। কারা বিভাগে তার মত অফিসার বিরল বলে জানা যায়।

সর্বশেষ আপডেটঃ ৬:৫৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৮, ২০১৫