| ভোর ৫:২৫ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জের সন্ত্রাসী মর্তুজ মেম্বারের কাছ থেকে গুলিসহ পিস্তল উদ্ধার

স্টাফ রিপোটার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫ সোমবার, 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী, ইউপি সদস্য মর্তুজের কাছ থেকে পুলিশ একটি বিদেশি  ২ রাউন্ড গুলিসহ  পিস্তল উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় রোববার রাত সাড়ে এগারটার দিকে উপজেলার মাইজবাগ উনিয়নের কুমুরিয়ার চর নিজবাড়ি থেকে মর্তুজ আলীর স্বীকারোক্তিতে পুলিশ পিস্তল সহ গুলি উদ্ধার করে। সে বিএনপির একাংশের লুৎফুলস্নাহেল মাজেদ বাবুর গ্রম্নপের মাইজবাগ ইউনিয়ন বিএন পির সাধারন সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য। এলাকাবাসী ও পুশিল সূত্র জানায় গত ১ এপ্রিল মাইজবাগ কুলস্নাপাড়া গ্রামের আ’লীগের নেতা ফজলুল হককে গাছের সাথে বেধেঁ হাত পা ভেঙ্গে দেয়ায় দ্রম্নত বিচার আইনে তার বিরম্নদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়। মামলায় মর্তুজ আলী আদালতে হাজির হলে তাকে আদালত জেলহাজতে প্রেরন করে। এ ব্যাপারে গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আক্তারম্নজ্জামান জানান ঈশ্বরগঞ্জ থানার দ্রুতবিচার আইনে মামলার আসামী মর্তুজ আলীকে আদালত থেকে দু’ দিনের বিমান্ডে এনে জিজ্ঞাসা বাদ করা হলে তার কাছে একটি পিস্তল থাকার কথা স্বীকার করে। পরে রোববার রাতে পুলিশ মর্তুজ আলীর বাড়ি ঘেরাও করে তার ঘর থেকে একটি পিস্তল সহ ২ রাউন্ড গুলি উদ্ধার করে । ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহান উদ্দিন জানান ধৃত ডাকাত মর্তুজ আলীর বিরম্নদ্ধে খুন ডাকাতি ছিনতাই মাদক সহ একাধিক মামলা রয়েছে। স্থানীয় এলাকা বাসী জানায় ওই সন্ত্রাসী গ্রেফতার হওয়ায় এলাকার সাধারন মানুষের মাঝে স্বসি’ ফিরে এসেছে। মামলার তদনত্ম কারী অফিসার মাসুদ জামিলি জানান, সোহাগী চরপাড়া গ্রামের রফিকুল ইসলাম হত্যা কান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মর্তুজ আলীকে ১০ দিনের রিমান্ড চেয়ে আজ সোমবার আদালতে আবেদন করা হয়েছে। #

সর্বশেষ আপডেটঃ ৯:৩৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৭, ২০১৫