| সন্ধ্যা ৭:১৭ - শনিবার - ২৩শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রমজান, ১৪৪৫ হিজরি

দারিদ্র বিমোচন, নারীর অর্থনৈতিক উন্নয়নে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকান্ডের প্রশংসা করলেন-অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক,  ০৭ সেপ্টেম্বর, ২০১৫ সোমবার,

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এর ২ দশক পূর্তি উদযাপন অনুষ্ঠান গত ০৫ সেপ্টেম্বর ঢাকায় আর্মি গলফ গার্ডেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি প্রধান অতিথির আসন অলংকৃত করেন। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন  স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নাজিম উদ্দীন পিএসসি।
প্রধান অতিথি দেশের ৬০ লক্ষ বিত্তহীন, নিম্নবৃত্ত আনসার ও ভিডিপি সদস্যদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য দেশের রাষ্ট্রায়াত্ব ও বিশেষায়িত ব্যাংক হিসাবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়নে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকান্ডের প্রশংসা করেন। তিনি বর্তমান ব্যবস্থাপনায় এ ব্যাংকের সামগ্রিক উন্নতিতে সাধুবাদ জানিয়ে ব্যাংকের কর্মকান্ডকে সম্প্রসারণ করার নির্দেশনা প্রদান করেন। স্বরাষ্ট্র মন্ত্রী তাঁর ভাষণে ব্যাংকটি বাংলাদেশের হত দরিদ্র মানুষদের কল্যাণে কার্যকর ভূমিকা রেখেছেন বলে উলেস্নখ করে এ ব্যাংকের সামগ্রিক উন্নতিতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম. আসলাম আলম, বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন পিএসসি, ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল (অবঃ) এ তাহের ও ব্যাংকের প্রাক্তন এমডি ড. মজিবুর রহমান খান ব্যাংকটির উজ্জ্বল ভব্যিষৎ কামনা করে বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম। অনু্‌ষ্ঠানে প্রধান অতিথি কর্তৃক ২ দশক পূর্তির স্মরণিকার মোড়ক উন্মোচন করাসহ নতুন করে প্রস’তকৃত ব্যাংকের ওয়েবসাইট উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের সাফল্য গাঁথা কাহিনীর উপর প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়, যা ইউটিউবে আপলোড করা হয়েছে বলে জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আনসার-ভিডিপি সংগঠনের অতিরিক্ত মহা পরিচালক ব্রিঃ জেনারেল জসিম উদ্দিন এনডিসি পিএসসি, আনসার-ভিডিপি একাডেমীর কমান্ডান্ট ড. ফুরকান উদিদ্‌ন আহম্মেদ, উপ-মহাপরিচালক এ.কে.এম মিজানুর রহমান, উপ-মহাপরিচালক দিলীপ কুমার বিশ্বাস, পরিচালক নুর নবী চৌধুরী, পরিচালক সিএইচটি অপ্‌স ফাতেমা সুলতানা, পরিচালক আব্দুল মান্নান, পরিচালক আবুল হাসান ফরিদী, পরিচালক শাহাবুদ্দিন, রাজশাহী রেঞ্জ কমান্ডার পবিত্র কুমার সাহা, কুমিলস্না রঞ্জ কমান্ডার হিরা মিয়া পারভেজ, ঢাকা রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান, চট্টগ্রাম রেঞ্জ কমান্ডার নির্মললেন্দু বিশ্বাস, পরিচালক ফিরোজ খানসহ সংগঠনের উর্দ্ধতন কর্মকর্তা এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের রাজশাহী রেঞ্জের পরিচালক আব্দুল খালেক খান পিভিএম, ঢাকা রেঞ্জের পরিচালক মাহবুর আলম শেখ রাসেল, ব্যাংকের জি এম মুঈন উদ্দিন, জি এম জালাল উদ্দিন, পর্ষদ সচিব ও ডি জি এম আব্দুর রহিম খন্দকার, ডি জি এম মাহবুর রহমান, ডি জি এম তপন কুমার সাহা ও এসপিও শিব্বির আহম্মেদসহ সারাদেশের ১৬ জন আঞ্চলিক ব্যবস্থাপক এবং ২১৭ জন শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক, প্রশাসনের বিভিন্ন উচ্চ পদস’ কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রায় সহস্রাধিক ব্যক্তি উপসি’ত ছিলেন। পরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শিল্পী কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক অনু্‌ষ্ঠান পরিবেশন এবং শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটি সুষ্ঠু ও শানিত্মপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সংবাদটি রাজশাহী রেঞ্জের পরিচালক আব্দুল খালেক খান পিভিএম  প্রেরিত।

সর্বশেষ আপডেটঃ ৫:১২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৭, ২০১৫