| দুপুর ১২:৩৩ - বৃহস্পতিবার - ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৭ই রমজান, ১৪৪৪ হিজরি

পুরাতন কালীবাড়ী ঘাটের সংস্কার কাজের উদ্বোধন করলেন– পৌর মেয়র ইকরামুল হক টিটু

স্টাফ রিপোটার, ০৬ সেপ্টেম্বর ২০১৫, রোববার,
আজ রোববার, ময়মনসিংহ পুরাতন কালী বাড়ী ঘাটের সংস্কার কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো: ইকরামুল হক টিটু। এ সময় উপসি’ত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এড: জহিরুল হক খোকা, চেম্বার অব কর্মাস এর পরিচালক শ্রী প্রদীপ ভৌমিক, পৌরসভা কাউন্সিলর মো: ফারম্নক হাসান, চেম্বার অব কর্মাস এর পরিচালক শংকর সাহা, শ্রী জয়নত্ম কুমার তালুকদার শিবু, শ্রী তপন কানিত্ম দাস, শ্রী স্বপন কুমার হোড়, শ্রী মানিক সরকার , শ্রী অমল পাল, শ্রী শংকর বসাক, যাদব সেন প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৯:২৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৬, ২০১৫