শ্রী শ্রী কানাই বলাই বিগ্রহ মন্দির এর উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
স্টাফ রিপোটার, ০৬ সেপ্টেম্বর ২০১৫, রোববার,
আজ রোববার বিকালে ময়মনসিংহ মহারাজা রোডস্থ শ্রী শ্রী কানাই বলাই বিগ্রহ মন্দির এর উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে অংশ গ্রহন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পৌর মেয়র মো: ইকরামুল হক টিটু, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোহিত-উর রহমান শান্ত, এড: বিকাশ চন্দ্র সরকার, চেম্বার অব কর্মাস এর পরিচালক শংকর সাহা, মন্দির কমিটির সভাপতি ডা. সুজিত বর্মন, সাধারন সম্পাদক শ্রী রতন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক শ্রী বাবুল সিকদার। র্যালীর পূর্বে মন্দির প্রাঙ্গনে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।