| রাত ৮:২৭ - বৃহস্পতিবার - ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় দাদন ব্যবসায়ীর চেক বানিজ্য চক্রবৃদ্ধি সুদে সর্বশান- অনেকেই পালিয়েছে

তারাকান্দা প্রতিনিধি,০৬ সেপ্টেম্বর ২০১৫, রোববারঃ  ময়মনসিংহের তারাকান্দায় উপজেলার প্রত্যান্ত পল্লীতে এক দাদন ব্যবসায়ীর সুদের জালে আটকা পড়ে অনেকেই নিঃশ্ব হয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। অনেকের নামে লিগ্যাল নোটিশ করে চক্রবৃদ্ধি হারে সুদে আদায়ের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও ভুক্ত ভোগীর জানান, উপজেলার পানিহরী গ্রামের কথিত উকিল মোফাজ্জল হোসেন খান দাদন ব্যবসায়ী হিসাবে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করে। নিম্ন আয়ের লোকজনের প্রয়োজনে তার কাছ থেকে চড়া সূদে ঋণ পেয়ে থাকেন। ঋণ পরিশোধ করলেও চক্রবৃদ্ধি সুদে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। দাদন ব্যবসায়ী মোফাজ্জলের রোষানলে পড়ে স্থানীয় জনাব আলী নামে এক ব্যক্তি স্বপরিবারে এলাকা ছেড়েছেন। আব্দুল হাই বিশ্বাস নামে এক ঋণ গ্রহিতা অভিযোগ করেন, দাদন ব্যবসায়ী মোফাজ্জল হোসেন খান দীর্ঘদিন যাবৎ সুদী ব্যবসা করছে। তার ব্যবসায়ীক প্রয়োজনে ৭ বৎসর আগে একটি ব্যাংক চেক জমা দিয়ে ২ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। এতে সে সাড়ে ৭ লাখ টাকা সুদ পরিশোধ করেন। কিন্তু তাহার জমাকৃত ব্যাংক চেক ফেরত না দিয়ে তাহার নামে টাকা আদায়ের উকিল নোটিশ প্রেরণ করেন।

সর্বশেষ আপডেটঃ ৮:১৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৬, ২০১৫