হোসেনপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:০৬ সেপ্টেম্বর ২০১৫, রোববার,
হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধন করেন কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল। মেলা উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী উপজেলা পরিষদ থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইউএনও তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমীন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আব্দুস সালাম, ওসি মো: ন্নানু মোলস্না, পৌর আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ।