সংস্কারের ৩ মাসের মধ্যেই ভেঙ্গে যাচ্ছে : নান্দাইল আঠারবাড়ী সড়ক এখন মরণ ফাঁদ
ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ০৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার,
কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে ময়মনসিংহের নান্দাইল রোড চৌরাস্তা থেকে বাঁশাটি বাজার পর্যন্ত৩ কিলোমিটার সড়ক ৩ মাস আগে ৪৩ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা রাস্তাটিতে নিম্নমানের কাজ হওয়ার ফলে এরই মধ্যেই রাস্তাটি বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। যাতে আধলা ইট দিয়ে গর্তগুলোতে ভরাট করা হচ্ছে। অপরদিকে বাঁশাটি থেকে আঠারবাড়ী পর্যন্ত রাস্তাটি এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। প্রতি নিয়তই ট্রাক ,বাস, ট্রলিসহ অন্যান্য যানবাহন গর্তগুলোতে পড়ে দিনের পর দিন রাস্তা বন্ধ থাকে। এ সড়কের করুন অবস্থা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যাবেনা। প্রায়শঃ এ সড়কের গর্ত গুলোতে আহত হয়ে অনেকের অঙ্গহানি পর্যন্ত হয়েছে। এ এলাকার জনগনের দুঃখ দুর্দশার দেখার যেন কেই নেই। অনেক যাত্রীকে আপেক্ষ করে বলতে শুনা যায় এলাকার জনপ্রতিনিধিদের কাজ কি? তাদের প্রধান কাজ হলো জনগনের চলাচলের সুযোগ সুবিধা দেখা। সড়কটি করুন অবস্থা কি তাদের চোখে পড়েনা? এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী মো মনিরম্নল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।্ তিনি বিষয়টি নিয়ে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগযোগ করতে বলেন। ্ বিষয়টি নিয়ে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলামকে তাঁর মুঠো ফোনে জিজ্ঞাসা করলে তিনি নান্দাইল চৌরাস্তা হতে বাঁশাটি পর্যন্ত সদ্য সংস্কারকুত সড়কটি বিভিন্ন জায়গায় গর্ত হওয়ার কথা স্বীকার বলেন, সংশিস্নষ্ট ঠিকাদার ১ বছর পর্যন্ত রাস্তাটি রক্ষনাবেক্ষন করবেন । এলাকার ভ’ক্তভোগী জনগন মাননীয় প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।#