| সকাল ৮:২১ - বৃহস্পতিবার - ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত

শেরপুর প্রতিনিধি: ০৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার,
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ৫সেপ্টেম্বর শনিবার শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলড়্গে শেরপুরের জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচী গ্রহণ করে। এসব কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পূজা উদযাপন পরিষদের বাস্তবায়নে শহরের গোপাল বাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে একবর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.ছানুয়ার হোসেন, পৌর মেয়র মো. হুমায়ুন কবীর, গোপাল বাড়ী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা, মন্দিরের সেবায়েত উত্তম কুমার প্রভুসহ বিপুল সংখ্যক হিন্দুভক্ত অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায়সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ শনিবার বিপুল সংখ্যক হিন্দু নারী-পুরুষ উপবাসব্রত পালন করেন। এছাড়া গোপাল বাড়ী মন্দির প্রাঙ্গণে কীর্তন, গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৫:৫০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৫, ২০১৫