| সকাল ৮:২০ - বৃহস্পতিবার - ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলপুরে অটোরিকশা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০ : ব্যবসায়ীদের ধর্মঘট

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ০৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার,
ফুলপুরে সিএনজি অটোরিকশা চালক ও যাত্রী মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত সাড়ে ৮টায় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন। ময়মনসিংহ-শেরপুর-হালুয়াঘাট মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ কাদানে গ্যাস ও লাঠিচার্জ করে পরিসি’তি নিয়ন্ত্রণে নেন। দোকানপাটে হামলার প্রতিবাদে গতকাল শনিবার ব্যবসায়ীরা ধর্মঘট, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেন।
জানা যায়, ফুলপুর উপজেলার পয়ারী রোডে সিএনজি চালিত অটো-রিকশা চলাচলে ব্যাটারী চালিত অটো-রিকশা চালকরা বাধা দিয়ে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে পয়ারী রোডস’ তেতুলতলায় সিএনজি অটো-রিকশা চালক রফিকুল ইসলাম ও একজন মহিলা যাত্রীকে ব্যাটারী চালিত অটো-রিকশা চালক আকরামের নেতৃত্বে ১৫/১৬জন মিলে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত সাড়ে ৮টায় খড়িয়া ব্রিজ ও বাসস্ট্যান্ড এলাকায় দু’পক্ষে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে সারা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দু’পক্ষের সংঘর্ষে পুলিশ কনস্ট্রেবল সরোয়ারসহ ১০ জন আহত হন। মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ থাকে। আমুয়াকান্দায় মুক্তিযোদ্ধা মুনসুর সরকারের রাইস মিলসহ ব্রিজ মোড়ে ৪টি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ কাদানে গ্যাস ছুড়ে ও লাঠিচার্জ করে পরিসি’তি নিয়ন্ত্রণে নেন। এতে ফুলপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতরা হলেন ফুলপুর থানার পুলিশ কনস্ট্রেবল সরোয়ার (৫০), সেলিম (৩২), ইয়াসিন (১৮), মোফাজ্জল হোসেন (৩৫), আশরাফুল (৩৭) ও রুহুল আমিন। ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে শনিবার ফুলপুর ব্যবসায়ী সমিতির আহবানে সকল ব্যবসা প্রতিষ্ঠানে ১ ঘন্টা ধর্মঘট পালন করে সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৩৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৫, ২০১৫