| সকাল ৭:৪২ - শুক্রবার - ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৮ই রমজান, ১৪৪৪ হিজরি

ময়মনসিংহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

 

স্টাফ রিপোর্টার, ০৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার,
ময়মনসিংহে নানা কর্মসূচীর মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা এবং শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক স্বপন সরকারের সভাপতিত্বে শহরের দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, এতে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মইনুল হক, মেয়র ইকরামূল হক টিটু, সদর উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম মোঃ ওয়ালিদ, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায়, অ্যাডভোকেট প্রণব কুমার সাহা রায়, অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার, আনন্দ মহারাজ ও উদযাপন পরিষদের সদস্য সচিব শংকর সাহা।

সর্বশেষ আপডেটঃ ৫:২১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৫, ২০১৫