| সন্ধ্যা ৭:৫৪ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মদনে পানি বৃদ্ধি অব্যাহত ফসলের ব্যাপক ক্ষতি

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : ০৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার,

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর প্রবল বর্ষনের ফলে মগড়া ও ধনু নদীর পানি বৃদ্ধি পেয়ে মদন পৌরসভাসহ উপজেলার ছয়টি ইউনিয়নে আমনের বীজতলাসহ চারা পানিতে তলিয়ে গেছে। মদন পৌর সভাসহ ফতেপুর, তিয়শ্রী, নায়েকপুর, কাইটাইল, চানগাঁও ও মদন ইউনিয়নে বিভিন্ন এলাকায় আমনের স্থানীয় জাতের ৫০ হেক্টর বীজ তলা ও পাঁচশত হেক্টর জমির নব্য রোপনকৃত আমনের উফশী জাতের চারা পানিতে তলিয়ে গেছে। উপজেলা কৃষি অফিসার গোলাম রসুল জানান, প্রতিদিন এভাবে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় রোপনকৃত চার হাজার ২৯০ হেক্টও জমিই তলিয়ে যাওয়ার হুমকির মুখে পড়েছে।

সর্বশেষ আপডেটঃ ৪:৪৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৫, ২০১৫